শাজাহানপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক এমপি লালু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃদীর্ঘদিন চিকিৎসা শেষে রাজধানী থেকে বাড়ি ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতা-কর্মিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু। প্রায় দুই মাসের চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এমন খবর পেয়ে গত সোমবার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাসে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে প্রতীক্ষায় ছিলেন বিএনপি নেতা-কর্মিরা। বিকেল সাড়ে ৩টার দিকে মাঝিড়া বাইপাস এলাকায় পৌঁছিলে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাবেক এমপি’র দুই ছেলে সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাহেদুজ্জামান বিজয়, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহেরুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা এমরান হোসেন, ফজলুল হক উজ্জল, ইব্রাহীম হোসেন, খায়রুল বাশার, মোহসীন আলী, শফিকুল ইসলাম, তাজুল ইসলাম, মাসুদ, সবুজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসান আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ মাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদাল লালু। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর কিছুটা সুস্থ হওয়ায় তিনি গতকাল নিজ বাড়ি বগুড়ায় ফিরেন।
কোন মন্তব্য নেই