শাজাহানপুরে অবৈধ ইট-ভাটায় ৪৫ লক্ষ টাকা জরিমানা আদায়
শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অবৈধ্য ইট-ভাটায় অভিযান পরিচালনা করে ৪৫লক্ষ টাকা জরিমানা আদায় করছে পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নাহা। ২৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলার দুবলাগাড়ী দুরুলিয়া ও শাহানগর এলাকায় অবস্থিত ৯টি অবৈধ্য ইটের ভাটার অধিনে ৪৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক তামিম হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সানজিদা মোন্তরী, জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাগন সহ যৌথ নিরাপত্তা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রট জানান, আমরা অভিযান পরিচালনা করে ইট ভাটা পোড়ানো চারদিকের প্রাচীর এবং চিমটি ভেঙে দিয়েছি। এসব ইট ভাটা পুনরায় গড়লে অবৈধ্য হিসেবে আবারও অভিযান পরিচালনা করা হবে।
কোন মন্তব্য নেই