শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত -৫
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন মহিলাসহ নিহত হয়েছে ৫জন ।
বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বনানী ২য় বাইপাস সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ধরে বাসসহ পুড়ে ভস্মীভূত হয়। দূর্ঘনায় সিএনজি চালক হযরত আলী(৩৫) ঘটনাস্থলে মৃত্যবরণ করে। সে গাবতলী উপজেলার বাগবাড়ি নজিপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে । মহিলা ও শিশুছাড়া বাকি ৩জনের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহত ১০/১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ তথ্য নিশ্চিত করেছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এএস আই আব্বাস আলী।
সংবাদ পেয়ে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদা খানম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও সাইদা খানম সাংবাদিক মিজানুর রহমান মিলনকে জানান, নিহত পরিবারকে আর্থিক অনুদান হিসেবে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে ।
কোন মন্তব্য নেই