Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় হাট ইজারদারের জরিমানা আদায়

    পোরশা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা মশিদপুর হাট ইজারদারের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার মশিদপুর কোরবানি হাটে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সালমা আক্তার। সংশ্লিষ্টরা জানান, মশিদপুর হাট ইজারদার প্রতিটি গরু থেকে সরকার নির্ধারীত টোলের চেয়ে অতিরীক্ত টোল আদায় করছে জেনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার ওইদিন বিকালে সরজমিনে হাটে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এতে সত্যতা পেয়ে তিনি তাৎক্ষনিক হাট ইজারদারের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তিনি ইজারদারকে অতিরীক্ত টোল আদায় না করার জন্য শতর্ক করেন। তিনি সকল ক্রেতাদের সরকার নির্ধারীত টোলের বেশী টাকা দিতে নিষেধ করেন এবং কেউ অতিরীক্ত অর্থ আদায় করলে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য বলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728