Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে বজ্রপাতে নিহত-০১


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়া শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের নব মুসলিম  নববধূ নিহত হয়েছে।  নিহত গৃহবধূ  কামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের রনির স্ত্রী।  বুধবার (২১ জুন) দুপুর ২টায় খোকসাগাড়ী গড়ফা বিলের ভিতরে এ ঘটনাটি ঘটে।  

    স্থানীয়রা জানান,  ওই গৃহবধূর বাড়ি দিনাজপুরে।  তার নাম ছিল রঞ্জনা রানী। গত দুই মাস  হিন্দু ধর্ম থেকে মুসলিম হলে তার নাম রাখা হয় ফাতেমা। এরপর  শেরপুর উপজেলার  খামারকান্দি ইউনিয়নে এক মুসলিম পরিবারে বিয়ে হয়। গত দুই মাস হল সেখানে সে  ঘর সংসার করছে। বুধবার দুপুরে বিলের ভিতর হাঁস আনতে যায়।  এ সময় হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।  

    এ বিষয়ে  ইউপি সদস্য মিলন হোসেন জানান,  দুপুরের দিকে  আবহাওয়া মেঘাছন্ন দেখে বিলের ভেতর থেকে হাঁস আনতে যায়।  তখন বজ্রপাতে তার মৃত্যু হয়।  

    এ ব্যাপারে শেরপুর থানা  অফিসার্স ইনচার্জ বাবু কুমার সাহা জানান,  আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর  করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728