বগুড়ায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ
শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২৯ বছর বয়সী এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার রাতে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। তার করা অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- শাজাহানপুর উপজেলার আসাদুজ্জামান আসাদ, সেলিম ও ফাজেল আলী। এ তিনজনই ওই উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ওই গৃহবধূ একই জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। শাজাহানপুরে দাদা শশুরের বাড়িতে বেড়াতে এসে ফিরে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হন তিনি। অভিযোগে বলা হয়েছে, আসাদের সঙ্গে আগে থেকেই ওই গৃহবধূর দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে ওই গৃহবধূর পথরোধ করেন অভিযুক্তরা। তাকে অকথ্যভাষায় গালিগালাজের এক পর্যায়ে আসাদ ও সেলিম মোটরসাইকেল থেকে নেমে এসে তার পরনে থাকা পোশাক ধরে টানাটানি করেন। এসময় নিজেকে রক্ষা করতে তিনি চিৎকার করে ওই স্থান থেকে পালিয়ে যান। জানতে চাইলে অভিযুক্ত আসাদ বলেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই