Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে দেশীয় অস্ত্র যুবক গ্রেপ্তার ১

    সুমন হোসেন,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে তৈরি অস্ত্র, বার্মিজ চাকু ও সামুরাই সহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিক (২৮) নামের এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার বসতবাড়ির শয়ন কক্ষের মধ্যে হতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় ১৪ জুন বুধবার অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং ০৯। আকাশ খান ওরফে ফারুক প্রামানিক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের আমির হোসেন মাষ্টারের ছেলে।

    থানা সূত্রে জানা যায়, বুধবার ১৪ জুন ভোর রাতে অনুমান ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়ির শয়নকক্ষের খাটের এবং তোষকের নীচ হইতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় অস্ত্র জব্দ সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ১৮৭৮ সালের অস্ত্র আইনের আওতায় মামলা দায়ের করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আকাশ খান ওরফে ফারুক নামের একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় বিভিন্ন নাশকতা বা সহিংসতা সৃষ্টির কাজে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করতো। এলাকায় রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান ওসি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728