শিবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাড়ীতে কাজের কথা বলে ডেকে নিয়ে নুরজাহান বেগম (৪০) নামে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মফিজুল ইসলাম (৫০) এর বিরুদ্ধে। ভুক্তাভোগী নুরজাহান শিবগঞ্জ উপজেলার জুড়ী মুন্সিপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী। অভিযুক্ত শিক্ষক মফিজুল ইসলাম একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায় গত ২৭/০৬/২০২৩ইং সময় অনুমান ০১.৪৫ ঘটিকার সময় অভিযুক্ত মফিজুল একই গ্রামের নুরজাহানকে কাজের কথা বলে তাহার বাড়ীতে ডেকে নিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। নুরজাহান কু-প্রস্তাবে রাজি না হইলে মফিজুল নুরজাহানকে বারংবার জড়িয়ে ধরার চেষ্টা করে। নুরজাহান বারংবার মফিজুলকে বাধা নিষেধ করার পরেও কোন কথা না শুনিয়া পুনরায় নুরজাহানের কাপড়-চোপড় ধরে যৌন নিপিড়নের করার চেষ্টা করে। পরবর্তীতে মফিজুলকে বাধা প্রদান করিলে মফিজুল নুরজাহানকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং নুরজাহান মফিজুলের বাড়ী হইতে চলিয়া আসার সময় নুরজাহানের পরনের কাপড় টেনে হিচড়ে ছিড়ে শ্রীলতাহানি করে মফিজুল।
এ ব্যাপারে নুরজাহানের ছেলে মোঃ শাহ আলম বলেন "তার মা বিষয়টি তাকে জানালে সে মফিজুলের কাছে উক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে মফিজুল তাহার কথায় কোন প্রকার কর্ণপাত করে না।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই