শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি পৌর মহিলা দলের সভানেত্রী শাহানাজ
মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাসরিন আকতার পুটি এবং পৌর মহিলা দলের সভানেত্রী মোছাঃ শাহানাজ পারভীন সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে বগুড়া জেলা মহিলা দল।
সোমবার(০৩ জুলাই) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান ও সাধারণ সম্পাদক নাজমা খাতুন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাসরিন আকতার পুটি, সাধারণ সম্পাদক আফরোজা আকতার ডিনা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ লায়লা বেগম ও শেরপুর পৌর মহিলা দলের সভানেত্রী মোছাঃ শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক শেফালী ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সুইটি আকতার মিষ্টি সহ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।
কোন মন্তব্য নেই