করতোয়া নদীর ইটালী ঘাটে বাঁশের সেতু নির্মান
বৃহস্পতিবার (০৬ জুলাই) উপজেলার ভবানীপুর, সুঘাট ও সীমাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীর উপর ইটালী ঘাট নামক স্থানে কয়েকটি গ্রামের লোকজন মিলে বাঁশের সেতু নির্মাণ করছে। সুঘাট ইউনিয়নের দড়িহাঁসড়া, ক্ষিদির হাঁসড়া সহ পার্শ্ববর্তী গ্রামের জণগণ ও সীমাবাড়ি ইউনিয়নের কদিম হাঁসড়া, সদরহাঁসড়া গ্রামের জনগণ ও ভবানীপুর ইউনিয়নের ঘোগা, হলদীবাড়ি, ইটালী সহ বেশ কয়েকটি গ্রামের জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা ইটালী ঘাটপাড়। শুস্ক মৌসুমে করতোয়া নদীর ভিতর দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে নদীর পারি বৃদ্ধি হওয়ায় কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের খুবই সমস্যা হয়। বর্ষা মৌসুমে এসব গ্রামের জনগণ কয়েক কিলোমিটার দক্ষিণে হাইলার ঘাট নামক সেতু ও কয়েক কিলোমিটার উত্তরে স্বরো ব্রীজ দিয়ে পার হতে হয়। বর্ষা মৌসুমে এলাকার কয়েকটি স্কুল/ কলেজ যেমন ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, দড়িহাঁসড়া দাখিল মাদ্রাসা, দড়িহাঁসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোনকা রহিমা নওশের আলী অনার্স কলেজ ও ছোনকা শেরপুরের বেশ কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের শুরু হয় সীমাহীন দূর্ভোগ।
স্থানীয়রা জানান, আমাদের ছেলে মেয়ের স্কুলে যেতে ও আমাদের ব্যবসা বানিজ্য করার জন্য ছোনকা সহ বিভিন্ন বাজারে যাওয়ার সীমাহীন দুর্ভেোগের কারনে আমরা নিজেরাই সেতু নির্মান করছি।সরকারের কাছে এ জায়গায় একটি পাকা সেতু নির্মাণের দাবী করেছেন স্থানীয়রা।
সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গৌরদাশ চৌধুরী জানান, জায়গাটি কোন ইউনিয়নের সীমানায় পড়েছে তিনি জানেন না। তবে এ ব্যাপারে তিনি সুঘাট ও ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে সমস্যার সমাধান করা চেষ্টা করব।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, ইটালী ঘাট পাড়ে একটি সেতু নির্মান খুবই জরুরী হয়েছে। নদীতে পানি বাড়ায় এলাকার বেশ কয়েকটির স্কুল কলেজ ও কেজি স্কুলের ছাত্র/ছাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে স্থানীয়দের বাঁশ দিয়ে সেতু নির্মানের প্রশংসা করেছেন। ইটালী ঘাটপাড়ে সেতু নির্মানের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বর্তমান সময়ে বাঁশের সেতু এটাতো মেনে নেওয়া যায় না এবং এ সম্পর্কে আমি অবগত ছিলাম না। হয়তো বা তিনটি ইউনিয়নের সীমানার কারনে জটিলতা হয়েছে।
শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী জানান, ইটালী ঘাটপারে একটি সেতুর প্রয়োজন এবং আমি এ ব্যাপারে উপজেলা পরিষদে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। আমি সেতুর ব্যাপারে অচিরেই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলব।
কোন মন্তব্য নেই