Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর

    হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’। 

    প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে খ্যাত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫১৯টি থানায় ৫২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

    ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি ঘর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার ০৯টি থানায় ০৯টি গৃহহীন পরিবারকে ০৯টি ঘর উপহার দেয়া হয়।

    গত ১০-০৪-২০২২খ্রি. তারিখ গণপ্র্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। 

    গত ১৪-০৪-২০২২খ্রি. (বৃহস্পতিবার) হবিগঞ্জ  জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ সদর থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হবিগঞ্জ সদর থানাধীন ০৪নং পৈল ইউপিস্থ পূর্বপৈল সাকিনের বাসিন্দা সুবিধাভোগী মোছাঃ ফুলচাঁন বিবি (৬০), স্বামী-মৃত আব্দুল কুদ্দুছ এর নিকট হস্তান্তর করেন। 

    এ সময় তিনি সুবিধাভোগীর হাতে নগদ অর্থ ও ইফতার সামগ্রী তুলে দেন।

    তাছাড়াও পুলিশ সুপার মহোদয় এলাকার লোকজনদের সাথে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728