Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় চাকুসহ সন্ত্রাসী গ্রেপ্তার।।


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ সেউজগাড়ি এলাকায় প্রকাশ্য দিবালোকে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী নাফিউল ইসলাম নিরব বার্মিজ চাকুসহ গ্রেফতার।

    বগুড়া জেলার  ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম ইং ০৪/০৫/২০২২ খ্রিঃ তারিখ সময় রাত্রী ০৯.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কারবালা গোরস্থান এর দক্ষিন পার্শ্বে জহুরুলপাড়া নামক স্থান হইতে সন্ত্রাসী ১। মোঃ নাফিউল ইসলাম নিরব (৩২), পিতা-মোঃ ফরিদুল ইসলাম লিটন , সাং-সেউজগাড়ি পালপাড়া, থানা ও জেলা বগুড়াকে ০১টি ধারালো বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয় এবং তাহার সহযোগিরা তাহাদের ০৪ টি মোটরসাইল রেখে কৌশলে পালিয়ে যায়।
    উক্ত ০৪ টি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ইছা ছাড়াও ধৃত আসামির বিরুদ্ধে ইতিপূ্র্বে ০১টি মাদক মামলা রহিয়াছে।
    এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728