বগুড়ার শেরপুরে হাজার হাজার বিঘা জমির ধান পানির নিচে।।
রবিবার (৮ মে) সকাল ৭:০০ ঘটিকার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের এ দৃশ্য ক্যামেরায় বন্দি হয়েছে। কৃষক স্বপ্ন দেখেছিল এবারের ফলন বেশি হবে এবং তাদের ঋণ শোধ হবে। কিন্তু কাল বৈশাখী ঝড়ের তান্ডবে সে স্বপ্ন ধুলিস্যাত হয়েছে।
কৃষক সাইফুল ইসলাম জানান, সে সাড়ে চার বিঘা জমি রোপন করেছিল। ঋণ করে চাষাবাদ করেছে ধানের ফলনও খুব ভাল হয়েছিল। সে আশা করেছিল ২৫/২৬ মণ করে ধানের ফলন করবে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ধানগুলো চোখের সামনে কাল বৈশাখীর তান্ডব ও বৃষ্টির কারনে সব ধান মাটিতে হেলে পড়েছে এবং পানির নিচে পড়ে আছে। এই ধানগুলি পানির নিচে থাকার জন্য ধানে ট্যাঁক ধরেছে। এখন বেশি ফলনতো দুরের কথা ধান বাড়িতে নেওয়াই কঠিন হয়েছে। আবার ধান কাটার জন্য কামলার মুল্য ৬০০০ টাকা। সব কিছু মিলিয়ে আমি ভবিষ্যতের দিনগুলোতে ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলব জানিনা।
কোন মন্তব্য নেই